যুদ্ধ করতে রাজি না হওয়ায় মৃত্যুদণ্ড

২৪ মে ২০২১

সম্প্রতি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না হওয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে সৌদি আরবের অন্তত তিন সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

এসব সেনা ইয়েমেনের বিরুদ্ধে ক্লান্তিকর ও অর্থহীন যুদ্ধ করতে রাজি নয়। দীর্ঘ ছয় বছরের যুদ্ধে বহু সেনা হতাশ হয়ে পড়েছে এবং তাদের অনেকেই এখন মনোবল হারিয়েছে।

যুদ্ধ করতে রাজি না হওয়া সেনাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তাতে যুদ্ধক্ষেত্রে বাকি সেনাদের মনোবল চাঙ্গা করতে ভূমিকা রাখছে না বরং পক্ষত্যাগী সেনার সংখ্যা দিন দিন বাড়ছে।

পার্সটুডে ও সৌদি লিকস


মন্তব্য
জেলার খবর