মন্তব্য
আয়ারল্যান্ডে গাছ রক্ষায় রয়েছে কঠোর আইন ও তার প্রয়োগ। অপ্রয়োজনে ও অনুমতি ছাড়া গাছ কাটলে গুনতে হয় ৫ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা। এক মাস থেকে দু'বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হওয়ার বিধানও রয়েছে দেশটিতে।
আয়ারল্যান্ডে রয়েছে ৩৫০টিরও বেশি বনাঞ্চল। ২০৩০ সাল নাগাদ মোট আয়োতনের ১৭ ভাগ বনভূমি করার কাজও এগিয়ে চলেছে দ্রুত গতিতে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া গাছ কাাটার এখতিয়ার নেই সিটি কর্পোরেশনেরও।
দেশটির প্রতিটি এলাকার বাসিন্দারা নিজ আঙ্গিনার গাছ সুরক্ষিত রাখতে সচেষ্ট থাকেন। প্রায় প্রতিটি আবাসিক, অনাবাসিক এলাকায় রয়েছে সারি সারি গাছ।