মন্তব্য
সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, বিশ্বে খাদ্য উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন আনা দরকার। খাদ্য উৎপাদন ব্যবস্থার ওপর নির্ভর করে পৃথিবী তিন ধরনের সমস্যায় জর্জরিত। জলবায়ু, বাস্তুসংস্থান ও স্বাস্থ্য সঙ্কট।
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন তিনি।
শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, কোভিড-১৯, জিকা বাইরাস, ইবোলাসহ নানা ভাইরাসের কারণে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। এসব ভাইরাস প্রাণী থেকেই মানবদেহে প্রবেশ করেছে।