মন্তব্য
করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে জরিমানা করেছে দেশটির মারানহাও প্রদেশের প্রশাসন। তিনি করোনাকালীন বিধিনিষেধ অমান্য করে জনসভা আয়োজন ও তাতে অংশগ্রহণ করেন।
প্রদেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিতে মারানহাও প্রদেশে গিয়েছিলেন প্রেসিডেন্ট। ওই অনুষ্ঠানে বহু মানুষ জড়ো হয়েছিল। কারও মুখেই মাস্ক ছিল না। ছিল না শারীরিক দূরত্বও। প্রেসিডেন্ট নিজেও পরেননি মাস্ক। ফলে জরিমানার মতো এমন সিদ্ধান্ত নিতে হয়েছে স্থানীয় প্রশাসনকে।
প্রদেশের গভর্নর প্লাভিও ডিনো এক টুইট বার্তায় বলেন, আইনের প্রয়োগ সবার জন্য সমান। একসাথে ১শ'র বেশি মানুষকে সমবেত না হওয়ার আহ্বান জানান তিনি।