একটানা ১২ ঘণ্টা তাণ্ডব চালাবে ‘ইয়াস’

২৪ মে ২০২১

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি প্রক্রিয়াক্রমে ঘুর্ণিঝড়ে পরিণত হলে সেটা একটানা ১২ ঘণ্টা তাণ্ডব চালাতে পারে। ইতোমধেই নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজকের (সোমবার) মধ্যে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ পরিণত হতে পারে। তাণ্ডবের সময় বাতাসের গতি ঘণ্টায় গড়ে ১৮০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। রোববার রাতে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা। ‘ইয়াস’ নামকরণ করেছে ওমান।

এদিকে ইয়াসকে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। সম্ভাব্য ধাক্কা সামলাতে উপকুল এলাকার সব জেলার স্থানীয় প্রশাসন প্রস্তুতি গ্রহণ করেছে। ইউএনও, এসিল্যাণ্ড, পিআইওসহ সংশ্লিষ্টদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা জানান, সৃষ্ট নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শুরুতে ছিল ৪০ কিলোমিটার, গভীর নিম্নচাপের কেন্দ্রের কাছের সাগর খুবই উত্তাল রয়েছে।

গভীর নিম্নচাপটি রোববার মধ্যরাতে চট্টগ্রাম বন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছে। ইতোমধ্যেই চট্টগ্রাম, পায়রা, কক্সবাজার এবং মোংলা সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে মাছ ধরার সব নৌযানকে নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে।  

বিশ্বের সব আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র জানায়, ২৫ মে মধ্যরাত থেকে ২৬ মে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সাতক্ষীরা ও খুলনার ওপর দিয়ে বাংলাদেশে আঘাতটা হানতে পারে।

এদিকে ইয়াসের ধাক্কা সামলাতে রোববার এক জরুরি সভা করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।   খোলা হয়েছে কন্ট্রোল রুম (কন্ট্রোল রুমের মোবাইল নম্বর- ০১৩১৮২৩৪৫৬০)। ভার্চুয়াল সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন,  ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ মনিটরিংসহ জরুরি কাজের জন্য পর্যাপ্ত জিও ব্যাগ প্রস্তুত রয়েছে। সেইসঙ্গে প্রকৌশলীদের কাছে আক্রান্তদের জন্য মাস্ক, স্যালাইনের ব্যবস্থা রাখা হবে। সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্ব করেন এ সভায়।

এমকে


মন্তব্য
জেলার খবর