আমাকে মাফ করে দিও : মাহি

২৪ মে ২০২১

২২ মে দিবাগত রাতে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে ফেসবুকে স্ট্যাটাস দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখানে তিনি শ্বশুরবাড়ির লোকজনের কাছে ক্ষমাও চান এ সম্পর্ক ধরে না রাখতে পেরে।

অগ্নিকন্যা মাহি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

তিনি আরও লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেক। আমি তোমাদের আজীবন মিস করবো।’


মন্তব্য
জেলার খবর