কেউ কাউকে দোষ দিতে চাই না : অপু

২৪ মে ২০২১

চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন মাহির স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু।

তিনি বলেন, ‘কয়েক মাস ধরে আমাদের মাঝে ঝামেলা হচ্ছে। বনিবনা হচ্ছে না। তাই আমরা আলাদা থাকছি। দুই পরিবারের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ডিভোর্সের বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হবে আগামী কিছুদিনের মধ্য। এখানে টাকা-পয়সাসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা চেষ্টা করেছিলাম সংসার টিকিয়ে রাখতে কিন্তু সম্ভব হলো না। কিন্তু কেউ কাউকে দোষ দিতে চাই না। ভাগ্যে এটাই হয়তো লেখা ছিল। আর কিছু বলতে চাইনা এই মুহূর্তে।


মন্তব্য
জেলার খবর