দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবাষির্কী উপলক্ষে দু’দিনের কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। রোববার সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
কর্মসুচির মধ্যে রয়েছে-২৯ মে জিয়াউর রহমানের জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা সভা। সভায় সব মহানগর, জেলা ও উপজেলা নেতাকর্মীরা যুক্ত থাকবেন। ৩০ মে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয় এবং সব মহানগর, জেলা, উপজেলা বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন; বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন; মহানগর, জেলা, উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ।
এমকে