তাহমিনা আফরিনের নতুন গান

২৪ মে ২০২১

সম্প্রতি প্রকাশিত হলো লাকী আখন্দের সুরে  এবং খুরশীদ আনোয়ারের লেখা 'হৃদয় 'শিরোনামের গানটি।

এই গানটি  তাহমিনা আফরিনের প্রথম একক অ্যালবাম 'হৃদয়পুরে বৃষ্টি' তে প্রকাশিত হয়েছিল। এবারে আবার নতুন করে রিমেক করা হয়েছে।

এই গানটির সংগীত পরিচালনা এবং ভিডিও নির্মাণে ছিলেন রেজওয়ান সাজ্জাদ।


মন্তব্য
জেলার খবর