চূড়ান্ত হচ্ছে গণমাধ্যমকর্মী আইন

২৪ মে ২০২১

শিগগিরই গণমাধ্যমকর্মী আইন চূড়ান্ত করা হবে। এ আইন পাস হলে সব সাংবাদিক সুরক্ষা পাবেন। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে  বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইনের খসড়ায় আইন মন্ত্রণালয় কিছু পর্যবেক্ষণ দিয়েছে। এ আইনের আলোকে বিধিমালার মাধ্যমে সম্প্রচারের সঙ্গে যুক্ত সাংবাদিকদের সুরক্ষা দেয়া যাবে। কাজেই আলাদা করে আর সাংবাদিক সুরক্ষা আইনের প্রয়োজন হবে না।  মন্ত্রী হাছান মাহমদু বলেন, অফিসিয়াল সিক্রেটস আইনের মতো একই আইন ভারত-পাকিস্তানসহ আরো ৪০টি দেশে আছে। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে এবং আইন মানতে হবে।

তথ্যমন্ত্রী জানান, মালিকপক্ষ সাংবাদিকদের সঠিকভাবে বেতন-ভাতা না দিলে সরকারি সুযোগ-সুবিধা দেয়া হবে কি-না তা নিয়ে ভাবার সময় এসেছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন দিয়ে গঠিত হয়েছে। এর প্রাতিষ্ঠানিক রূপ আছে, শুধু সার্বক্ষণিক এমডি নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে কথা বলে কিছু কর্মচারী নিয়োগসহ সার্বক্ষণিক এমডি নিয়োগের চেষ্টা করবো।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, অর্থ সম্পাদক মাসউদুল হক, ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজে’র আবদুল মজিদ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি রেজওয়ানুল হক রাজা ও সদস্য সচিব শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর