‘উড়ছি তোমার প্রেমে’ নাটকে জুট বেঁধেছেন অপূর্ব ও কেয়া পায়েল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকের প্রথম প্রমোশনাল ভিডিও ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। সাথে সাথে তা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি সম্প্রচার করা হবে।
নাটকটি একটি রোমান্টিক গল্প ঘিরে নির্মিত হয়েছে। সঙ্গে রয়েছে মুগ্ধতা ও বিরহের আমেজ। নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেছেন, আমার বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজটি করে শান্তি পাওয়া যায়। আমার ভক্ত ও দর্শকদের বলতে চাই- আমাকে আপনারা যেমন রোমান্টিক ইমেজে দেখতে চান নাটকটিতে সেভাবেই পাবেন। কেউ নিরাশ হবেন না।
পায়েল বলেছেন, অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় আমি চেষ্টা করেছি ঠিকঠাক মতো অভিনয় করতে। আশা করছি ভালো লাগবে সবার। ‘
নাটকটিতে অন্যান্যের মধ্যে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ। নাটকটি ভালোবাসা দিবসে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
আরআই