সূচক ও লেনদেনের পতন

২৪ মে ২০২১

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ শেয়ারের দর কমার পাশাপাশি সূচক ও লেনদেন কমেছে।  লেনদেন হয় মোট ৩৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১০টির,কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত ছিল ৬৪টির।

এদিন লেনদেন হয় এক হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন ছিল এক হাজার ৬৫২ কোটি ৭৮ লাখ ৯২ হাজার টাকার।সেই হিসাবে লেনদেন কমেছে ১৬৬ কোটি ৭৮ লাখ ৯৮ হাজার টাকা। রোববার ৪৬ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৮১০টি শেয়ার দুই লাখ ১২ হাজার ৩৭৭ বার হাতবদল হয়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত  সূচকের উত্থান পতনের চিত্র ছিল।

প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৪৭ পয়েন্ট  কমে ৫ হাজার ৭৮৭ দশমিক ৫৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সূচক ৯ দশমিক ১৬ পয়েন্ট কমে এক হাজার ২৬৩ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৭৪ পয়েন্ট কমে ২ হাজার ১৬১ দশমিক ৭২ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন এক হাজার ৬৬ কোটি টাকা কমে দাঁড়ায় চার লাখ ৯১ হাজার ২২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকায়।টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল আমান ফিড মিল লিমিটেড।

এমকে

 


মন্তব্য
জেলার খবর