ভিজিডির চাল কিনে বিপাকে ব্যবসায়ী

২৪ মে ২০২১

সুবিধাভোগীদের কাছে থেকে ভিজিডি কার্ডের ৩০ কেজি ওজনের ১৮ বস্তা চাল কিনে বিপাকে পড়েছেন নাসিম হোসেন নামের এক ব্যবসায়ী। কারন খবর পেয়ে সোমবার সকালে তার গুদাম থেকে এ ১৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছেন নাসিম হোসেন।ঘটনাটি বগুড়ার ধুনট  উপজেলার চিকাশি তিনমাথা বাজার এলাকার।

নাসিমের গুদামে ভিজিডির চাল গুদামজাতের খবরটি জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে পায় পুলিশ। নাসিম হোসেন উপজেলার সুলতান হাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  গত বৃহস্পতিবার উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদ থেকে ২৪৮টি কার্ডধারী এ ১৮ বস্তা চাল উত্তোলন করেন।ওই দিনই নাসিম হোসেন তাদের কাছে এ চাল ক্রয় করে গুদামজাত করেন।  

ব্যবসায়ী নাসিম হোসেন বলেন, ভিজিডি সুবিধাভোগীরা স্বেচ্চায় আমার কাছে এ চাল বস্তাসহ বিক্রি করেছে। আমি ব্যবসায়ীক নীতি মেনে চালগুলো কিনে গুদামে মজুদ রেখেছি। ভিজিডির চাল বেচাকেনা অবৈধ কি-না এ বিষয়টি আমার জানা নেই।

উপজেলা চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন বলেন, বৃহস্পতিবার ভিজিডি সুবিধাভোগীদের নিকট বিধিমোতাবেক চাল বিতরণ করা হয়েছে। কার্ডধারীরা এসব চাল নিয়ে কি করেছে তা আমার জানা নেই। তবে স্থানীয় এক ব্যবসায়ীর নিকট থেকে পুলিশ ভিজিডি কার্ডের ১৮ বস্তা চাল জব্দ করেছে বলে শুনেছি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)  কৃপাসিন্ধুবালা এ তথ্য নিশ্চিত করে বলেন, এক ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে মজুদ রাখা ভিজিডি কার্ডের ১৮ বস্তা চাল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর