চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় দুই রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মে) সকাল ৭টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গোদারপুলসংলগ্ন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুই মিস্ত্রি হলেন- বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের অছি মিয়ার ছেলে ইলিয়াছ (৩৮) ও একই গ্রামের আদিল আহমদের ছেলে আবুল কাশেম (৩৬)। ভুক্তভোগীরা রায়পুর ইউনিয়নের গহিরা গ্রাম থেকে পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, এলাকার লোকজন ঘটনাস্থলে দু’জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, দুই রাজমিস্ত্রির মৃত্যু বজ্রপাতে, নাকি অন্য কোনোভাবে হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে