শ্বশুর ও দুই মেয়েকে ছাদে পাঠিয়ে গৃহবধূর আত্মহত্যা

২৪ মে ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর জামালখান এলাকায় ফাঁস দিয়ে নন্দিতা দাশ (২৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (২৪ মে) বেলা ১২টা থেকে আড়াইটার দিকে জামালখান সিঁড়ির গোড়া এলাকায় হাসান স্কয়ারের বাসায় এ ঘটনা ঘটে। নন্দিতা দাশের স্বামীর নাম প্রকৌশলী অচিন্ত কুমার হালদার, তিনি দুই সন্তানের জননী। স্বামীর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।

 

প্রকৌশলী অচিন্ত কুমার হালদারের সহকর্মী সজীব জানান, সকালে অচিন্ত কুমার হালদার অফিসে যায়। দুপুর ১১টার দিকে দুই মেয়ে ও শ্বশুরকে ছাদে হাঁটতে পাঠিয়ে ঘরের ফ্যানের সাথে ফাঁস দেন নন্দিতা দাশ। ১টার দিকে শ্বশুর ও দুই মেয়ে ঘরে এসে দেখেন নন্দিতা ঝুলছেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

 

চট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, জামালখান থেকে গলায় দড়ি দেয়া এক নারীকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর