জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাটে দুই হাজার পিস ইয়াবা ও ৭১টি কার্তুজসহ বকুল হোসেন ওরফে সাবু (৪৮) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দিনগত গভীর রাতে পৌর শহরের আরামনগর এলাকার নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সাবু ওই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে এবং সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় তার প্যান্টের বাম পকেট থেকে ৪শ পিস ইয়াবা ও স্টিলের আলমারি থেকে অবশিষ্ট ইয়াবাসহ ৭১টি ব্লাংক কার্তুজ উদ্ধার করা হয়। সেই সঙ্গে তার বাড়িতে থাকা সেনাবাহিনীর ইউনিফর্ম ক্যাপ, বেল্ট, নেইমপ্লেটসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল-মামুন জানান, জয়পুরহাট থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে পৃথকভাবে দুটি মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে ।
মাহফুজ রহমান/এমকে