শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচর জিতে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করার লক্ষে মঙ্গলবার মাঠে নামবে তামিম-মুশফিকরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টিডিয়ামে কাল বেলা ১টায় খেলা শুরু হবে। এশিয়ার অন্যান্য দেশগুলোর বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে নেই। তাই সিরিজ জয় নিশ্চিত করাই মূল লক্ষ হবে টাইগারদের।
ঘরের মাঠে বরাবরই ফেবারিট তামিম বাহিনী। জানুয়ারিতে ঘরের মাঠে উইন্ডিজদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল।
এরপর নিউজিল্যান্ড সফরে সব ম্যাচ হেরে আসলেও ঘরের মাঠে আবারও লঙ্কানদের হারিয়ে জয়ের যাত্রায় ফিরেছে টাইগাররা। রানে ফিরেছেন অধিনায়ক তামিমের সঙ্গে মুশফিক-রিয়াদও। বল হাতে দারুণ করেছেন মেহেদী মিরাজ। ১ম ওয়ানডেতে জয়ের ভীত মূলত তিনি গড়ে দেন। মোস্তাফিজের বোলিংও ছিল দেখার মতো। কম খরুচে বল করে তুলে নিয়েছেন তিনটি উইকেট। তবে সাকিব জ্বলে উঠতে পারেননি নিজস্বরূপে।