মাছ ধরার সময় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

২৪ মে ২০২১

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাছ ধরার সময় নিখোঁজ আতাউর রহমান (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ঘন্টাখানেক পরে তিস্তা নদীর মোশাররফ হোসেনের খেয়া ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আতাউর রহমান ভাটি কাপাসিয়া গ্রামের ফয়জার রহমানের ছেলে।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন,   মোশাররফ হোসেনের খেয়া ঘাট থেকে বিকাল ৩টার দিকে জালসহ নিখোঁজ হন আতাউর রহমান। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দা ছামিউল ইসলাম, ছাইফুল ইসলাম ও এছাহাক মিয়াসহ কয়েক যুবককে  নির্দেশ দেয়া হয়। পরে নিখোঁজের জায়গা থেকে দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এম এ মাসুদ/এমকে

 


মন্তব্য
জেলার খবর