চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম মহানগরীতে দুই সহযোগিসহ কথিত কিশোর গ্যাংয়ের লিডারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার চুরিয়াটুলি লেইন বান্ডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।তাদের প্যান্টের পকেটে থাকা তিনটি ছোরা জব্দ করা হয়।
আটকরা হলো- কিশোর গ্যাং লিডার নাহিদ আহমেদ চৌধুরী (২০) ও তার সহযোগি আব্রাহীম ইসলাম ওরফে রাহিম (১৭), এবং মো: রোহান মেহরাজ (১৬)।
কোতোয়ালী থানার এসআই সুকান্ত চৌধুরী জানান, আটকরাসহ তাদের আরেক সহযোগিসহ মারামারি করতে ওই বিদ্যালয়ের সামনে জড়ো হয়। খবর পেয়ে তাদের মধ্যে তিনজনকে আটক করতে পারলেও অপরজন পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
এসআই সুকান্ত চৌধুরী আরো জানান, আটকরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা সবাই সদরঘাট এলাকায় বসবাস করে। তাদের গ্যাংয়ের কোন সদস্য কারো সাথে ঝগড়ায় লিপ্ত হলে, তারা ঝগড়ায় লিপ্ত হওয়া ব্যক্তিকে মারধর করার জন্য রেডি হয়ে যায়। একপর্যায়ে সেই ব্যক্তিকে আপোষ করার প্রতিশ্রুতি দিয়ে অন্যত্র ডেকে নিয়ে যায়। সেখানে কথা বলার মাঝখানে ঝগড়ায় লিপ্ত হয়ে মারধর শুরু করে, মারধরের একপর্যায়ে তাদের মধ্যে থাকা একজন ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তারা এলাকা থেকে কিছুদিন সরে থাকে।
দিলীপ কুমার তালুকদার/এমকে