মন্তব্য
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। দীর্ঘ সময় ধরে শুটিংয়ে দেখা যায়নি তাকে। তবে এবার ফিরেছেন। আজ ১ ফেব্রুয়ারিতে বিএফডিসিতে ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যানারে রাশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরাক্ষী’র শুটিংয়ে অংশ নেবেন তিনি।
ববির হিরো হিসেবে থাকবেন সুদীপ বিশ্বাস দীপ। এদিন তিনিও শুটিংয়ে অংশ নেবেন। দীর্ঘ সময় পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ববি বলেন, অনেকদিন পর সিনেমার শুটিং করবো। ভীষণ ভালো লাগছে। কাজের মধ্যই তো শিল্পীর শান্তি।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ বলেন, এটি আমার প্রথম প্রেমের সিনেমা। প্রতিটি প্রেমই একটি পরিণতির দিকে যায়। প্রতিটি প্রেম একদিন প্রতারণার গল্প হয়। সেই ভাবনা থেকেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করি।
আরআই