বিশেষ ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন তথাগত : রাইমা

২৫ মে ২০২১

মুনমুনকন্যা রাইমা সেন সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন নিজের সাম্প্রতিক ফটোশুটের ছবি দিয়ে।

ছবির ক্যাপশনে রাইমা জানিয়েছেন, বিশেষ এই ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন তথাগত ঘোষ। তিনিই স্টাইলিং করেছেন। মেকআপ করেছেন অমিত কারক।

সুচিত্রা সেনের নাতনি চল্লিশ পেরিয়েও সাহসী। নিজের মতো থাকতেই ভালোবাসেন।


মন্তব্য
জেলার খবর