টিকা নেয়ার ভয়ে নদীতে ঝাঁপ

২৫ মে ২০২১

ভারতের  উত্তরপ্রদেশের  রামনগর মহকুমার সিসৌরা গ্রামে টিকা দেওয়ার জন্য গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো ধরাধরি খেলতে হলো স্বাস্থ্যকর্মীদের।

করোনার টিকা নয়, বিষ দেওয়া হবে তাদের, এই আশঙ্কায় নদীতে ঝাঁপ দিলেন একাংশ গ্রামবাসী।

সিসৌরা গ্রামে ২২ মে টিকার হাত থেকে বাঁচতে দলে দলে সরযূ নদীতে ঝাঁপ দিলেন প্রায় ২০০ মানুষ। তবে অনেক কষ্টে ১৪ জনকে টিকা দিতে পারলেন স্বাস্থকর্মীরা।


মন্তব্য
জেলার খবর