করোনার ঊর্ধ্বগতি চলবে আরো ২ সপ্তাহ

০১ ফেব্রুয়ারী ২০২২

দেশে করোনার সংক্রমণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গেল কয়েক দিন ধরে সংক্রমণের হার প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দ্রুত করোনা ছড়ানোর যে ধরন, তাতে ওমিক্রন বর্তমানে পুরোদমে বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশন করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আরো দুই সপ্তাহ দেশে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে।

 

তারা বলছেন, করোনা শনাক্তের হার আগামী মাসের শেষের দিকে দ্রুত কমার আগ পর্যন্ত মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় অপরিবর্তিত থাকবে। করোনায় আক্রান্ত অনেক মানুষ পরীক্ষা না করায় ভাইরাসটিতে আক্রান্ত ও শনাক্তের হার সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি বলেও ধারণা বিশেষজ্ঞদের।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, ডা. বে-নাজির আহমেদ, ডা. মুশতাক হোসেন ও এম এইচ চৌধুরী লেনিন করোনার সংক্রমণ কমাতে সরকারকে বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলায় বাধ্য করার পরামর্শ দিয়েছেন।

 

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৩১ জন। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫শ’ ১ জন। যেখানে নতুনা পরীক্ষা করা হয়েছিল ৪৫ হাজার ৩৫৮ জনের। এ পর্যন্ত এতে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৯৮ হাজার ৮শ’ ৩৩ জন। মারা গেছেন ২৮ হাজার ৩৯৪ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লা ৬৮ হাজার ২১৩ জন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর