কাউকে না কাউকে নিজের সমস্যার কথা বলতে হবে : লেডি গাগা

২৫ মে ২০২১

মার্কিন পপ তারকা লেডি গাগা বলেন, আমাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল। শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। এক পর্যায়ে আমি গর্ভবতী হয়ে যাই। এক মাস ধরে একটা স্টুডিওতে বন্ধ করে রাখা হয়েছিল। তারপর বাবা-মার বাড়ির সামনে ফেলে দিয়ে গিয়েছিল। এর পর কয়েক বছর মানসিকভাবে ভেঙে পড়ি। আমি আর আগের মেয়েটা ছিলাম না।

জনপ্রিয় পপ তারকা জানান, কোনো সহানুভূতি পাওয়ার জন্য তিনি এ কথা প্রকাশ্যে শেয়ার করেননি। বরং তার মনে হয়েছে, এই অবস্থা কারও হলে, মনের কথা খুলে বলতে হবে। কাউকে না কাউকে নিজের সমস্যার কথা বলতে হবে। তার মতে, সবার সাহায্যের প্রয়োজন। তাই লুকিয়ে না রেখে প্রকাশ করতে হবে।

রয়টার্স 


মন্তব্য
জেলার খবর