ভ্যাট ফাঁকি ধরতে মাঠে চার টিম

২৫ মে ২০২১

রাজধানী ঢাকা ও এর বাইরের এলাকায় ব্যবসা, কারখানাসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি ধরতে তৎপর হয়েছে  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। তাদের নির্দেশে চারটি টিমকে মাঠে নামিয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার এ তথ্য জানিয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, এসব টিম ঢাকার চারটি ভ্যাট কমিশনারেটের (ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম) আওতাভুক্ত গুরুত্বপূর্ণ মার্কেটে জরিপ শুরু করেছে। নির্ধারিত ফর্মে ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও  যাচাই শেষে প্রতিবেদন দেবেন তারা।

টিমগুলো চারটিতে নেতৃত্ব দিচ্ছেন— ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মালেকিন নাসির,উপপরিচালক তানভীর আহমেদ, সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালিন এবং সহকারী পরিচালক মাহিদুল ইসলাম। এসব টিম ভ্যাট নিবন্ধন সনদ দৃশ্যমান স্থানে প্রদর্শিত আছে কি-না, বিক্রিত পণ্য বা সেবার প্রকৃতি, টিন নম্বর (কর প্রদান শনাক্তকারী), দোকানের আয়তন ও ভাড়া, কর্মচারীর সংখ্যা ও তাদের বেতন, গড়ে মাসিক  বিদ্যুৎ বিলের পরিমাণ, জুলাই ২০২০ থেকে এপ্রিল ২০২১ পর্যন্ত ১০ মাসে ভ্যাট রিটার্ন দিয়েছে কি-না এবং মাসভিত্তিক ভ্যাটের পরিমাণের তথ্য-উপাত্ত সংগ্রহ করবে।  তথ্য সংগ্রহ শেষে স্থানীয় ভ্যাট অফিস এবং ভ্যাট অনলাইন সিস্টেমের সঙ্গে যাচাই করে প্রতিবেদন তৈরি করা হবে। এর মাধ্যমে যারা ভ্যাটের আওতাভুক্ত নয়, তাদেরকে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে সঠিক পরিমাণ ভ্যাট নিয়মিতভাবে সরকারি কোষাগারে জমা দিতে নিবন্ধিতদের আইনের বিধান সম্পর্কে অবহিত করা হবে।

প্রসঙ্গত, ভ্যাট আইনে ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানের জন্য ভ্যাট নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনা করা  বাধ্যতামূলক। একইসঙ্গে প্রতিটি পণ্য বা সেবা বিক্রির সময়ে ক্রেতাকে যথাযথভাবে মূসক-৬.৩ চালান প্রদান এবং ক্রেতার কাছ থেকে নেয়া ভ্যাট মাস শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়ে রিটার্ন দেয়ার বিধান রয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর