ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সোমবার কুষ্টিয়ায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান। মুফতি আমির হামজা বাংলাদেশ জাতীয় মুফাসীর পরিষদের কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন।
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলেন, মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, তদন্ত করেছেন তারা। সেই মামলায় তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
জানা গেছে, ৫ মে সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার চেষ্টা চালানোর ঘটনায় সাকিব নামের একজনকে আটক করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় উল্লেখ করা হয়, সাকিব মোবাইল ফোনে আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমূখ ব্যক্তির উগ্রবাদী জিহাদি হামলার বার্তা সংবলিত ভিডিও দেখে উগ্রবাদে আসক্ত হয়।
এমকে