পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

২৫ মে ২০২১

বগুড়া সংবাদদাতা
বগুড়ার শাজাহানপুরে পুকুরে ডুবন্ত অবস্থায় আপন চাচাতো দুই ভাইয়ের (শিশু) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে নিজেদের বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনসহ এলাকাবাসী বলছে, তারা পানিতে ডুবে মারা গেছে।

মারা যাওয়া দুই শিশু হলো-  অটোটেম্পু চালক আলমগীর হোসেনের ছেলে মারুফ এবং তার চাচাতো ভাই মিলন রহমানের ছেলে মিনার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

মাদলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান জানান,  মারুফ ও তার সমবয়সী চাচাতো ভাই মিনার বাড়ির পাশে পুকুর পাড়ে বসে খেলা করছিল। মারুফের মা বাড়িতে এসে মারুফ ও মিনারকে দেখতে না পেয়ে খোঁজাখুুঁজি শুরু করেন। ঘটনার আগে মারুফের মা গরুর ঘাস কাটতে মাঠে গিয়েছিলেন।  আর প্রতিদিনের মতো মারুফের ও মিনারের বাবা যে যার মতো কাজে যান। খোঁজাখুুঁজি একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে ডুবে থাকা অবস্থায় তাদেরকে উদ্ধার করেন স্বজনরা। দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর