পটুয়াখালীতে ২৯ গ্রাম প্লাবিত, পানিবন্দি কয়েক হাজার মানুষ

২৫ মে ২০২১

ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাব শুরু হয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে। বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালীতে ভারী বৃষ্টি হচ্ছে এবং ভেঙ্গে  গেছে বেড়িবাঁধ। প্লাবিত হয়েছে অন্ততঃ ২৯ টি গ্রাম, আর পানিবন্দি হয়েছেন কয়েক হাজার মানুষ।

রাঙ্গাবালী উপজেলার ১০টি ইউনিয়নের সব নিম্নাঞ্চল ও চরাঞ্চলসহ ৭টি গ্রাম ৩ থেকে ৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে। কলাপাড়ার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উঁচু জোয়ারের পানি প্রবেশ করে ২২টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৬০০ হাজার মানুষ। চর মোন্তাজ ইউনিয়নের চর আণ্ডার বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় এক হাজার মানুষ। গলাচিপা উপজেলার ফেরিঘাট জোয়ারে পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া এ উপজেলাধীন পৌরসভার বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে।

পটুয়াখালী জেলা প্রশাসন থেকে বলা হয়, জেলার ৮০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে এবং নিম্মঞ্চলের সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। দুর্যোগকালীন ও পরবর্তী সময়ের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, পানি, স্যালাইন, ওষুধ মজুদ রাখা হয়েছে।

 

সুনান বিন মাহাবুব/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর