মন্তব্য
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
সোমবারের ঝড় ও ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অনেক বাসিন্দার ঘর ভেঙে গেছে। ক্ষতিগ্রস্থতারা নিজেদের আঙ্গিনায় খোলা আকাশের নিচে বসবাস করছেন।
কাপাসিয়া ইউনিয়নের বাদামের চর গ্রামের কৃষক আমির উদ্দিন বলেন, ঝড়ে তার বসতবাড়ির সবকটি ঘর ভেঙে গেলেও এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি খোঁজ-খবর নেয়নি। ইউপি সদস্য মমিনুল ইসলাম জানান, তাদের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডেই কিছু-কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল বলেন, আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তিনি বিষয়টি জানেন না।
এম এ মাসুদ/এমকে