প্রকৃতির ডাকে বের হওয়া কিশোরী গণধর্ষণের শিকার

২৫ মে ২০২১

বগুড়া সংবাদদাতা

বগুড়ার শেরপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় থানায় মামলা হলে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নিজেদের গ্রাম থেকে  সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন- চকসাদি গ্রামের  মোসলেমের ছেলে আসলাম হোসেন, মজনুর ছেলে হোসাগ ও নুরুর ছেলে জাহিদুল। গ্রেফতারের আগে সোমবার রাতেই তাদের নামে মামলা করেন ভুক্তভোগীর বাবা।

মামলায় বলা হয়, গত ১৩ মে আসলামের বাড়ির পাশে বাঁশঝারের ভেতরে আসামিরা সংঘবদ্ধভাবে তার মেয়েকে ধর্ষণ করে। আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা সেখানে নিয়ে যায় ভুক্তভোগীকে। ঘটনাটি বিভিন্ন প্রক্রিয়ায় মিমাংসার চেষ্টা চালায় হয়েছিল বলে জানা গেছে। শেরপুর থানার অফিসার ইনাচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর