প্রায় ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক-২

২৫ মে ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৭৩০ পিস ইয়াবা ও একটি মিনি ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। সোমবার বিকালে উপজেলার ইন্দ্রপুল এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার র‌্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- চট্টগ্রাম মহানগরের বাকলিয়ার তুলাতুলি গ্রামের বাসিন্দা আবুল কাসেম (২৩) ও রাজাখালী বেড়িবাঁধ চাক্তাইয়ের নুরুল আফছার (২৪)। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া উইং জানায়, তল্লাশির সময় চেকপোস্টের দিকে আসা একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে মিনি ট্রাকটিকে থামানোর সংকেত দেন র‌্যাব সদস্যরা। সংকেত পেয়ে চেকপোস্টের সামনে থামিয়ে মিনি ট্রাক থেকে নেমে চালকসহ দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

পরে তাদের দেয়া তথ্যমতে, মিনি ট্রাকের চালকের সিটের নিচে কৌশলে লুকানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার চালান নিয়ে একটি মিনিট্রাক কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে, এ তথ্য ছিল তাদের কাছে। জব্দ করা ইয়াবা ও মিনিট্রাকসহ আটকদের চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর