চট্টগ্রামের কাছাকাছি ‘ইয়াস’, ঘুরে যেতে পারে উড়িষ্যার দিকে

২৫ মে ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে। সে কারনে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে সাড়ে ৫শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ‘ইয়াস’। তবে শেষ মুহূর্তে গতি পরিবর্তন হওয়ার কারণে এটি বাংলাদেশে আঘাত না আনার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি আরো ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৬ মে) দুপুর নাগাদ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অতি প্রবল এ ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্রগামসহ উপকূলের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। সকাল থেকেই চট্টগ্রামের বাতাস গুমোট বেধে আছে। মেঘলা আকাশে চট্টগ্রাম নগরের কোথাও কোথাও বৃষ্টির ছিটেফোটাও দেখা গেছে। আর সামান্য বৃষ্টিতেই ডুবে গেছে চট্টগ্রামের আগ্রাবাদ, চকবাজারসহ বেশ কিছু এলাকা। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিকভাবে বেড়েছে জোয়ারের পানির উচ্চতা।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি/বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৬ দশমিক ৬ মিলিমিটার। সেই সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদী বন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখানো হয়েছে।

অন্যদিকে কোনো রকম ভারি বৃষ্টিপাত ছাড়াই মঙ্গলবার দুপুরের দিকে জোয়ারে আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকা হালিশহর, চকবাজারের বেশ কিছু এলাকা হাটু সমান পানিতে ডুবে গেছে। এসময় ওই এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। তবে জোয়ারের পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে অনেককে। চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বাভাবিক সময় থেকে জোয়ারের পানির উচ্চতা ২ থেকে ৪ ফুট বেড়ে যাবে।

চট্টগ্রাম প্রধান আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ ডা. শহীদুল্লাহ বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব চট্টগ্রামে পড়বেই। জোয়ারের প্রভাব কাল বিকাল পর্যন্ত থাকবে। ঘূর্ণিঝড় শেষে স্বাভাবিক জোয়ারের পানি থাকবে। তিনি আরও বলেন, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে প্রায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। যা কিছুটা আগামীকাল বাড়তে পারে।

এদিকে ঘূর্নিঝড় ইয়াস মোকাবেলায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।দামপাড়ায় চসিকের বিদ্যুৎ অফিসে এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বর ০৩১-৬৩০৭৩৯ অথবা ০৩১-৬৩৩৬৪৯। চট্টগ্রাম জেলা প্রশাসনও উদ্ভুদ পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর