ডেভিড ইন, ইয়োসি আউট

২৬ মে ২০২১

,ইয়োসি কোহেনকে বরখাস্ত করা হয়েছে এবং ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। ৫৬ বছর বয়সী বার্নিয়া ২৫ বছর ধরে মোসাদে কাজ করছেন।

আগামী ১ জুন মেয়াদ শেষ হবে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের বর্তমান প্রধান ইয়োসি কোহেনের। ২০১৬ থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করছেন।

নতুন প্রধান হতে যাওয়া ৫৬ বছর বয়সী ডেভিড বার্নিয়া ২৫ বছর ধরে এই গোয়েন্দা সংস্থায় কাজ করছেন। ২০১৩ সালে তিনি মোসাদের রিক্রুটিং ডিভিশন তোজোমেতের প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০১৯ সালে সংস্থাটির উপ-প্রধান হিসেবে নিয়োগ পান তিনি।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর