তোমরা আমাকে ক্ষমা করে দেবে : যুবিকা

২৬ মে ২০২১

ভারতের শোবিজ দুনিয়ার অপর সুন্দরী যুবিকা চৌধুরী  প্রিন্স নরুলার পত্নী।  সম্প্রতি নিজের ভ্লগে কতখানি খারাপ দেখাচ্ছে সেকথা বলতে গিয়ে যে শব্দের ব্যবহার তিনি করেছেন, তা হরিজন সম্প্রদায়ের জন্য শুধু অবমাননাকর তা নয়, সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। 

যুবিকার বিতর্কিত ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই আগুনের মতো ছড়িয়ে পড়ে, অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চান অভিনেত্রী। তিনি বলেন, কারো ভাবাবেগে আঘাত দেওয়ার কোনোরকম ইচ্ছা তাঁর ছিল না। 

তিনি জানান, ‘আমি ওই শব্দটার অর্থ জানতাম না, যেটা আমি নিজের ভ্লগে ব্যবহার করেছি। কারোর মনে কষ্ট দেওয়ার কোনও ইচ্ছা বা অভিপ্রায় আমার ছিল না। তবুও আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আশা করছি তোমরা আমাকে ক্ষমা করে দেবে, অনেক ভালোবাসা’। 


মন্তব্য
জেলার খবর