ইউক্রেন ইস্যুতে রাশিয়া বিরোধী অবস্থান নিয়েছে ইউরোপ। আর এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। খবর ডয়চে ভেলের।
বৈঠকে দুই দেশের প্রধান ব্যক্তিরা গ্যাস, পরমাণু প্রকল্পের মতো বিষয় নিয়ে আলোচনা করেন। তবে ইউক্রেন ইস্যু স্থান পায়নি সেখানে।
২০১০ সালে ক্ষমতায় আসার পর থেকেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন ভিক্টর ওরবান। ক্রাইমিয়ার যুদ্ধের পরে সবাইকে উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। এবারও ঠিক তাই হলো। ফলে এ বৈঠক নিছক কোনও আলোচনা নয়, ইউরোপের কাছে একটি বার্তাও।
রাশিয়ার কাছে আরও বেশি গ্যাস চেয়েছে হাঙ্গেরি। এছাড়াও পাকিস্তানে যে পরমাণু প্রকল্প বাস্তবায়ন করছে রাশিয়া, মধ্য হাঙ্গেরিতে সে ধরনের প্রকল্প তৈরির আবেদন জানিয়েছে দেশটি।