মন্তব্য
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী অনুশকা শর্মা এবার আয়াংশ গুপ্তা নামের একটি শিশুর পাশে দাঁড়িয়েছেন। মাসকুলার এট্রোফি নামের বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রয়োজন ছিল ১৬ কোটি টাকা৷
বাচ্চার চিকিৎসার ফান্ড জড়ো করার জন্য তার মা -বাবা ‘AyaanshFightsSMA’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট খুলেন৷ সেই অ্যাকাউন্ট থেকে আয়াংশের মা -বাবা এই সুখবর দিয়েছেন যে তাদের সন্তানের চিকিৎসার জন্য টাকা পাওয়া গেছে৷ বিরাট কোহলি ও অনুশকা শর্মা ফান্ড সংগ্রহে তাদের সাহায্য করেছেন৷
সংবাদ প্রতিদিন