বেলারুশের বিমান নিষিদ্ধ

২৬ মে ২০২১

বেলারুশের আকাশকে আন্তর্জাতিকভাবে বয়কটের ডাককে মান্যতা দিতে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বর্তমানে ২৭টি দেশের আকাশসীমায় কোনোভাবেই প্রবেশ করতে পারবে না বেলারুশের কোনো বিমান, ব্যবহার করা যাবে না এয়ারপোর্ট, এমনকি বিমানের জ্বালানির জোগানও দেওয়া হবে না ।  

এই সিদ্ধান্তের পেছনের কারণ হচ্ছে- গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানে ছিলেন বেলারুশের ভিন্নমতাবলম্বী সাংবাদিক এবং আন্দোলনকর্মী রোমান প্রোতাসেভিচ। বোমা হামলার হুমকি দিয়ে ২৩ মে বিমানটিকে তার গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়। 

সাংবাদিকের প্রেমিকা সোফিয়া সাপেগা গতিপথ ঘুরিয়ে দেয়া ওই বিমানযাত্রায় রোমান প্রোতাসেভিচের সঙ্গেই ছিলেন। তাকেও বেলারুশে আটক রাখা হয়েছে।

বিবিসি অনলাইন


মন্তব্য
জেলার খবর