ইমামকে রক্ষাকারী পেলেন হিরো উপাধি

২৬ মে ২০২১

২১ মে সৌদি আরবের অন্যতম পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে ইমামের ওপর হামলার চেষ্টা থামানো হয়েছিল। অপরাধী একজন ৪০ বছর বয়সী সৌদি নাগরিক।

ইমামকে আক্রমণ করার সময় নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আল-জহরানি হামলাকারীকে বাধা দিয়েছিলেন এবং অন্য কর্মকর্তাদের সহায়তায় মুসল্লিদের মসজিদ থেকে সরিয়ে নেয়া হয়েছিল।

এ ঘটনায় আল-জহরানিকে ‘হিরো’ হিসাবে অভিহিত করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াজুড়ে তার প্রচেষ্টার জন্য সৌদিরা তাকে ধন্যবাদ জানিয়েছে।

ইকনা ও আরব নিউজ 


মন্তব্য
জেলার খবর