মন্তব্য
ফ্রান্সের ভোগ্যপণ্য নির্মাতা সংস্থা এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির জায়গা দখল করেছেন। তার আয়ের পরিমাণ ১৮৬.২ বিলিয়ন ডলার।
বিশ্বের শীর্ষস্থানীয় বিলাশবহুল ফ্যাশন পণ্য কোম্পানি এলভিএমএইচ মালিক বার্নার্ড আর্নল্ট।
ওয়াইন, শ্যাম্পেন থেকে হাতঘড়ি, গহনা, কসমেটিক্স বা চামড়াজাত দ্রব্য বিক্রি করে বার্নার্ড আর্নল্টের কোম্পানি এলভিএমএইচ। এখন আমেরিকা মহাদেশেও আর্নল্টের মতো এতো সম্পত্তি (১৮৬ বিলিয়ন ডলারেরও বেশি) কোনো ব্যক্তির নেই।
ফোর্বস ম্যাগাজিন