মন্তব্য
স্বামী নিক জোনাসের প্রশংসা করেছেন ইনস্টাগ্রামে। প্রিয়াঙ্কা জানান, নিকের কাজের প্রতি দায়বদ্ধতা তাকে অনুপ্রেরণা দেয়। অকপটে তাই নিকের প্রতি ভালোবাসা জানান দেশি গার্লখ্যাত এ নায়িকা।
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ২৮ বছরের মার্কিন গায়ক নিক জোনাসকে তিনি ‘ওল্ড ম্যান’ অর্থাৎ ‘বুড়ো’ বলে ডাকেন। কারণ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও নিক গলফ খেলেন, সিগার খান। যেন কোন যুগে জন্মেছেন। এ শতাব্দীর সঙ্গে মানানসই মাত্র দুটি অভ্যাস নিকের রয়েছে। তাই নিককে ‘বুড়ো’ বলে ডাকেন প্রিয়াঙ্কা।