মন্তব্য
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক বছরের বেশি সময় কাটিয়ে আসা দুই বোতল ‘পেট্রাস ২০০০’ ওয়াইন বিক্রি হতে যাচ্ছে কমপক্ষে ১০ লাখ ডলারে।
২০১৯ সালে মহাকাশে মোট ১২ বোতল ওয়াইন নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে দুটি বোতল ৪৪০ দিন পর পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে।
মহাকাশে এক বছরের বেশি সময় কাটিয়ে আসা ওয়াইনে ফুল ও ধোঁয়ার বাড়তি সুগন্ধসহ সম্পূর্ণ নতুন স্বাদ তৈরি হয়েছে।
রিপলি’স বিলিভ ইট অর নট