রোজিনা ইস্যুতে ফায়দা লুটার চেষ্টা বিএনপির

২৬ মে ২০২১

সাংবাদিক রোজিনা ইস্যুতে ভর করে বিএনপি ফায়দা লুটার অপচেষ্টা করছে বলে মনে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এও বলেছেন, এ ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানি বা হেফাজতিপন্থীরা যাতে কোনো সুযোগ নিতে না পারে, সে জন্য সতর্ক থাকতে। মঙ্গলবার  সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়কালে  এ মন্তব্য করেন।

সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়টি প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে দেখছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, রোজিনাকে রিমান্ডে নেয়া উচিত নয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন। তার জামিনে সরকার পক্ষ কোনো বিরোধিতা করেনি। যারা এ দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বারবার আঘাত করেছে এবং রাষ্ট্রবিরোধী মামলাও করেছে, তারাই এখন রোজিনা ইস্যুকে কেন্দ্র করে মায়াকান্না করছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। সরকার এমন কোনও কিছু করবে না, যা সাংবাদিকদের বিরুদ্ধে যায়।এ সময় সাংবাদিক নেতাদের মধ্যে ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ফরিদা ইয়াসমীন, সাজ্জাদ আলম খান তপু, আবদুল মজিদ, রেজোয়ানুল হক রাজা, মশিউর রহমান খান, শাকিল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর