মন্তব্য
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নয়ন তারা নামে তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তারাপুর ইউনিয়নের মধ্য নিজাম খাঁ গ্রামের শফিয়াল হোসেনের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নয়ন তারা ওই গ্রামের শফিয়াল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মধ্যবয়সী নয়ন তারা বাড়ির পেছনে মুরগীর খামারে বৈদ্যুতিক সুইচ চালু করতে গেলে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএ মাসুদ/এমকে