চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে নিজেদের বাড়ির রাস্তা থেকে টেনে-হেঁচড়ে নিয়ে গিয়ে বাড়ির অদুরে আলমগীর হোসেন ইমন (২৪) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত (মঙ্গলবার দিনগত) পৌনে ১টার দিকে উপজেলার পূর্ব চরখিজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিরোধপূর্ণ জমি দখলে বাঁধা দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আলমগীর হোসেন ইমন পূর্ব চরখিজিরপুর গ্রামের মোবারক আলী ফকির বাড়ির আবদুল ছালামের ছেলে। তিনি চট্টগ্রাম মহসিন কলেজের একাউন্টিংয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ইমনের বাবা আবদুল ছালাম বলেন, প্রতিবেশি খোরশেদ আলম দীর্ঘদিন ধরে আমার জায়গা দখলের পাঁয়তারা করেছে। জায়গাটি দখল নিতে একাধিবার হুমকিও দেয়। ঘটনার আগে রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ প্রায় ৭০ থেকে ৮০ জন বহিরাগত লোক নিয়ে আমার জায়গা দখল করতে আসে খোরশেদ। তারা বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করে। এ সময় এলাকাবাসীসহ আমরা তাদের বাঁধা দেই। এরপর রাত পৌনে ১টার দিকে ফিরে যাওয়ার সময় আমার ছেলেকে টেনে-হেঁচড়ে রাস্তার কিছু দূর নিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
ইমনের বোন তানভি ছালাম জানান, আমাদের জায়গায় দখলে নিতে কয়েকবার চেষ্ঠা করে তারা। এ নিয়ে থানায় একাধিকবার বৈঠকও হয়। কিন্তু থানা পুলিশ কোনো সমাধান দেননি। তিনি বলেন, আমরা ১ ভাই, ১ বোন। আমার মা অসুস্থ- প্যারালাইসড। খোরশেদ আমার বাবাকে বৃদ্ধ পেয়ে বারবার বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তারা পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সৈয়দ ও মাহবুবুর রহমান নামের দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে।
দিলীপ কুমার তালুকদার/এমকে