করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, শনাক্ত ১৪৯৭

২৭ মে ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত  ১৭ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯৭ জন।  এ রোগ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৬ জন। বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত  করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জনের। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৪৫৮ জন, সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন। ৫৮ লাখ ৭১ হাজার ৩৫৩টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৩ দশমিক ৫২ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৩৪২টি, পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪৩৪টি।  ৯ দশমিক ১১ শতাংশ  নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের  মধ্যে ১০ জন পুরুষ এবং ৭ জন নারী।  বিভাগভিত্তিক ঢাকায় ৫ জন, চট্টগ্রাম ৮ জন; খুলনা, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহে ১ জন করে আছেন। সরকারি হাসপাতালে  ১১ জন, বেসরকারি হাসপাতালে ৬ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর