অক্সিজেন নিয়েই অফিসে কর্মকর্তা!

২৭ মে ২০২১

ভারতের ঝাড়খণ্ডের বোকারোয়  একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা অরবিন্দ কুমার সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে মুক্ত হলেও শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেননি তিনি। ফুসফুসে কিছুটা সংক্রমণ থাকায় অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে ।

তবে ব্যাংক কর্তৃপক্ষ তাকে কাজে অবিলম্বে যোগ দেওয়ার জন্য বার বার চাপ সৃষ্টি করছিলেন। ছুটি দেওয়া যাবে না বলে ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়ে দিয়েছিলেন। তাই অসুস্থ অবস্থাতেই অক্সিজেন মাস্ক পরে কাজে যান তিনি।

নিজের শারীরিক অবস্থার কথা ভেবেই ছুটির আবেদন করেছিলেন অরবিন্দ। কিন্তু তা মঞ্জুর করেননি ব্যাংক কর্তৃপক্ষ। বাধ্য হয়ে পদত্যাগপত্রও পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেটাও বাতিল করে দেওয়া হয়। তারপর ব্যাংক থেকে হুমকি দেওয়া হয় কাজে যোগ না দিলে বেতন কাটা হবে। 

সূত্র : আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর