দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে সরকার

২৭ মে ২০২১

দেশে  সরকার সাম্প্রদায়িকতার বীজ বপন করছে বলে মনে করেছন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন,  পার্শ্ববর্তী দেশে উত্থিত সম্প্রদায়িকতা নিয়ে এসে তারা দেশে ঢুকিয়েছে। ২৬ মার্চের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের মানুষকে একটা অস্থির অবস্থায় নিয়ে ফেলেছে;  গ্রেফতার, গুম এবং নির্যাতন শুরু করেছে। বুধবার এক ভার্চুয়াল আলোচনায়  এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র আজকে নিখোঁজ হয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে। পরাজিত হচ্ছে ধর্মান্ধতা, কর্তৃত্ববাদ ও  ফ্যাসীবাদের কাছে। ক্ষমতাকে চিরস্থায়ী করতে  মানুষকে হত্যা, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত ও নির্যাতন করছেন ক্ষমতাসীনরা।  এ সময় বর্তমান অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  বিএনপির এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। আরও বক্তব্য দেন- দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও গণফোরামের সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর