আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম বর্তমানের চেয়ে ৫ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। নতুন দর আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। বর্ধিত দামে প্রতি ইউনিট পানি কিনতে আবাসিকের ক্ষেত্রে ১৫ টাকা ১৮ পয়সা এবং বাণিজ্যিক ক্ষেত্রে ৪২ টাকা গুনতে হবে গ্রাহকদের। গত সোমবারের ওয়াসার বোর্ড সভায় পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। যদিও ওয়াসা সংশ্লিষ্টরা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর বিষয়টিকে ‘সমন্বয়’ হিসেবে অভিহিত করছেন।বলছেন, পানি উৎপাদন করতে যে খরচ বাড়ে, আইন অনুযায়ী সেই খরচ সমন্বয়ের সুযোগ রয়েছে।
বর্তমানে প্রতি ইউনিট পানি আবাসিকে ১৪ টাকা ৪৬ পয়সা আর বাণিজ্যিক ক্ষেত্রে ৪০ টাকা দরে সরবরাহ করছে ওয়াসা। এর আগে মার্চে পানির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।
ওয়াসা জানায়, তাদের এক হাজার লিটার পানির উৎপাদনে খরচ হয় ২৫ থেকে ২৮ টাকা। তাই খরচ পোষাতে ও মূল্যস্ফীতি সমন্বয় করতে পানির দাম বাড়ানো দরকার। ওয়াসার প্রচলিত আইন অনুযায়ী অনধিক ৫ শতাংশ হারে পানি ও পয়ঃঅভিকর সমন্বয় করতে পারে ওয়াসা বোর্ড। প্রসঙ্গত ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ১৩ বার পানির দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে পানির দাম বাড়বে ১৪ বার।
এমকে