ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে প্রাণ হারালেন প্রধান শিক্ষক

২৭ মে ২০২১

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জে রেলগেট পাওয়ার হওয়ার সময় আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে আব্দুর রহমান নামের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের জামতলায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহমান বামনডাঙ্গা মনমোহনী স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন।

জানা যায়, আব্দুর রহমান প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। ঘটনাস্থলে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে তার। এ সময় ইঞ্জিনের হুকে আটকে যান তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন। বোনারপাড়া রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর রাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এম এ মাসুদ/এমকে

 


মন্তব্য
জেলার খবর