চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুই শিশু ও এক নারীসহ একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (বুধবার দিনগত) রাত দুইটার দিকে বন্দর থানার কলসী দিঘির পাড় এলাকায় রাসেলের বাড়িতে এ দুর্ঘঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- গৃহকর্তা রাসেল (৩৩) ও তার স্ত্রী নাজু বেগম (২৮), তাদের দুই সন্তান লামিয়া (৩) ও জিহাদ (৬) এবং রাসেলের ভাই শিপন (৩০)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক আহমেদ জানান, প্রাপ্তবয়স্ক তিনজনের শরীরের ৪০-৭৫ শতাংশ দগ্ধ এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দুই শিশুর দেহের ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে।
বন্দর থানার ওসি বলেন, ঘরে বিদ্যুতের বোর্ডে প্লাগের কানেকশনে শর্ট করতো। এ থেকেই আগুন লেগে যায়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাত আড়াইটার দিকে প্রতিবেশিরা তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।
দিলীপ কুমার তালুকদার/এমকে